Posts

প্রবন্ধ

চোর পালালে বুদ্ধি বাড়ে: সাবলীল ছড়া-কবিতার বই

May 6, 2025

Johur Munim

211
View
প্রচ্ছদ: চোর পালালে বুদ্ধি বাড়ে

চোর পালালে বুদ্ধি বাড়ে-তরুণ ছড়াকার সাইফুর রহমান লিটন-এর প্রথম ছড়া-কবিতার বই। বইটি শিশুকিশোরদের উপযোগী। বিশটি চমৎকার ছড়া-কবিতা দিয়ে সাজানো বইটি আমরা একটু নেড়েচেড়ে দেখব চলুন!

বইটির প্রথম ছড়া ‘বসব না আজ পাঠে’। ছোটদের প্রিয় বাক্য এটি। ছোটরা ছুটি ভালোবাসে। ছোটাছুটি তাদের প্রিয় কাজ। ছড়ার শুরু এমন—

ক্যালেন্ডারে লাল দাগ আঁকা

তার মানে আজ ছুটি

শুক্র-শনি দুটি

এই খুশিতে খোকন হেসে

খাচ্ছে লুটোপুটি।

সপ্তাহজুড়ে পড়ালেখা করে ক্লান্ত শিশুদের পক্ষ নিয়ে ছড়াকার বলছেন—

পড়তে বসো, এসব বলে

আজ দিও না তাড়া

কলম খাতা ছাড়া

এই দুটো দিন হব আমি

সকল বাঁধন হারা।

ছড়াকার শিশুদের পক্ষ নিয়েছেন ঠিকই, তবে তিনি যে বেশ সচেতন, তার প্রমাণ পাওয়া যায় ‘গুড ফুড দেখে খাও’ ছড়া পড়লে। প্রকৃত শিশুসাহিত্যিক শিশুটামি করেন ঠিকই, শিশুদের মতো তার মন হয় ঠিকই, কিন্তু শিশুদের সবদিকে তার খেয়াল থাকে।

শিশুরা যেমন পড়তে চায় না, তেমনি স্বাস্থ্যসম্মত খাবারও খেতে চায় না। কিন্তু তাদের সব আবদার মানা উচিত না। সাইফুর রহমান লিটন তাই তাঁর ছোট্ট পাঠকদের আদর করে বলছেন—

রিচ ফুড বেশি নয় খেতে হবে অল্প

তা না হলে থেমে যাবে জীবনের গল্প।

বার্গার, বিরিয়ানি সাথে বিফ কাচ্চি

এইসব খানা খেয়ে খুব মজা পাচ্ছি।

নান রুটি দিয়ে যারা চিকেনের চাপ খাও

পেপসি ও কোকাকোলা সাথে সেভেনাপ খাও।

সাবধান হুঁশিয়ার হয়ে যাও এখুনি

বেশি খেলে কী কী হয় টিভিতে তা দেখুনি?

চমৎকার সব শব্দ দিয়ে ছড়াকার মুক্তোর মালা বানিয়েছেন ‘হে পেয়ারের কামলিওয়ালা’ ছড়ায়। এক স্তবক পড়া যায়—

ইয়া হাবিবি ইয়া হাবিবি সুর তুলে তাঁর শানে

খুশির জোয়ার বইছে সারা জগৎ ও আসমানে।

সেই খুশিতে ভাঙছে দেখো সকল খুশির বাঁধ

মা আমেনার কোলে এলেন রাসূল মোহাম্মাদ।

ছোটরা এই ছড়া পড়ে নবীপাঠে আগ্রহী হবে অবশ্যই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

চোর পালালে বুদ্ধি বাড়ে বইটিতে অসতর্কতার জন্য কিছু ভুল হয়েছে। যেমন ‘গুড ফুড দেখে খাও’ ছড়ায় ‘বার্গার’ হয়েছে ‘বর্গার’। ‘চাপ খাও’ হয়েছে ‘চাপখাও’। ‘হুঁশিয়ার’ হয়েছে ‘হুশিয়ার’।

‘আমাদের গ্রাম’ ছড়ায় ‘রাখালের’ শব্দটি লেখা ‘রাখাঁলের’। ‘ভালোবাসি’ না হয়ে হয়েছে ‘ভালোসাসি’।

‘পরীর সাজ’ ছড়ায় ‘দিনে’ শব্দ দুবার এসেছে। এরকম—

‘জন্মদিনে দিনে সাজবে খুকি

এমন পরীর সাজ’।

বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা। মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদশিল্পী দেলোয়ার রিপন। অলংকরণ-শিল্পীর নাম নেই।

চমৎকার এই ছড়ার বই প্রকাশ করার জন্য এবং তরুণদের পাশে থাকার জন্য ধন্যবাদ সাহিত্য ডটকম।

Comments

    Please login to post comment. Login