মনিরের তার প্রতি এক আলাদা অনুভূতি কাজ করা শুরু করে। এক অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতি শুধুমাত্র সেই উপলব্ধি করতে পারে। কেমন যেন এক অনুভূতি। আসলে মনিরের ক্ষেত্রে এ রকম অনুভূতির কারণ সে খুঁজে পায় না। সে সেই কারণ অনুসন্ধান করার চেষ্টা করে। কখনো আবার চায়ের কাপে চুমুক দিতে দিতে তার কথা ভাবতে শুরু করে, চা ঠাণ্ডা হয়ে যায় কিন্তু শেষ হয় না। মনির শুধু তাকে নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে, মিনা কেমন হবে, তার কণ্ঠ কেমন হবে, সে সরাসরি দেখতে কেমন হবে ইত্যাদি। সে শুধু কল্পনা করতে থাকে। নিজেকে কল্পনার চাদরে জড়াতে থাকে। সরাসরিও কী তার ব্যবহার এমনই হবে? সে কী তার সাথে কথা বলবে? আরও কতো কী অদ্ভুত অদ্ভুত ভাবনা ভাবতে থাকে সে। মিনাকে মেসেজ পাঠানোর জন্য মনির অনেকবার ভাবে। তাকে মেসেজ পাঠানোও তার রুটিনের মধ্যে পড়ে যায় এক সময়। এতো বেশি পরিমাণ তাকে নিয়ে ভাবে যে, ঘুমের মধ্যেও তার উপস্থিতি অনুভব করে। চারিদিক থেকে অদ্ভুত অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠে। এসব অনুভূতির কথা কাকে বলবে সে বুঝতে পারে না। তাকে কী বলে দিবে? বললে সে কী মনে করবে? সে এখন বুঝতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে। কেনই বা তার কথা ক্রমাগত চিন্তা করে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিলো বলে দিবে।