ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা পুলিৎজার প্রাইজ জিতেছেন। সোমবার (৫ মে) পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। মতামত বিভাগে তিনি মর্যাদাবান এই পুরস্কার পান।
দ্য নিউইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য আবু তোহাকে পুলিৎজার দেওয়া হয়। এই প্রবন্ধগুলোতে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের শিকার ফিলিস্তিনিদের জীবন এবং বেঁচে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি।
এদিকে পুরস্কার পাওয়ার পর ফিলিস্তিনি এই কবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছেন, 'আমি মতামত বিভাগে পুলিৎজার প্রাইজ জিতেছি। এটি আশার আলো দেখাক। এটি একটি গল্প হোক।'
মূলত ফিলিস্তিনি কবি রেফাত আলারির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই বাক্যটি লিখেছেন। আলারির ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন। শহীদ এই কবির শেষ কবিতার শিরোনাম ছিল, ‘যদি আমাকে মরতেই হয়, তবে এটি একটি গল্প হোক’।
আবু তোহা নিউইয়র্কারে প্রকাশিত একটি প্রবন্ধে লিখেছেন, ‘গত এক বছরে আমি আমার স্মৃতির অনেক অংশ হারিয়েছি, যা স্পর্শ করা যেত- মানুষ, স্থান আর বস্তু; যেগুলো আমাকে অতীতকে মনে রাখতে সহায়তা করত। আমি ভালো স্মৃতি তৈরি করতে লড়াই করেছি। গাজায় প্রতিটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি এক ধরনের অ্যালবামে পরিণত হয়েছে, যা ছবি দিয়ে নয় বরং সত্যিকারের মানুষ দিয়ে ভরা, মৃতরা তার পাতাগুলোর মধ্যে চাপা পড়ে আছে।’
উল্লেখ্য, মোসাব আবু তোহাকে ২০২৩ সালে গাজায় ইসরায়েলি বাহিনী আটক করে, তারপর তাকে মিশরে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা