Posts

গল্প

5 Secret Detective

May 7, 2025

Bangladesh Love

113
View

মিশান,মিশান কোথায় তুই মেয়েটা গেলো কোথায় শুনছো তোমার মেয়েদের নিয়ে আমি আর পারি না কেনো তুমি ওদের নতুন মোবাইল কিনে দিলে 

আহ্ তুমি আমার প্রিন্সেসদের বকা দাও কেনো বলো 

মালিহাঃ মা ও মা শুনো না বলছি আপুনি কোথায়

হালিমা খানঃ সেটা আমি জানি কীভাবে গিয়ে দেখ কোথায় আছে মহারানী

(এতোক্ষণ যারা কথা বলছিলো তারা খান পরিবারের ছোট রাজকন্যা মালিহা খান সবাই ওকে মিষ্টি বলে ডাকে আর বড়ো বোন মিশান খান। মালিহা এবার অনার্স ৩য় বর্ষে আর মিশান অনার্স ৪র্থ বর্ষে। মালিহা দেখতে ফর্সা লম্বা হাইট ৫ ফুট ২ চেহারা দেখতে মাশাল্লাহ সব ছেলে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য আর মিশান ও কিন্তু কম নয় দেখতে ফর্সা লম্বা হাইট ৫ ফুট৪ সব মিলিয়ে একদম পারফেক্ট। মিশান একটু নিরব কিন্তু প্রচন্ড রাগী আর বদমেজাজী আর মালিহা খুব চটপটে। মিশানদের দোতলা অট্টালিকার মতো বাড়ি  আছে বাবা মিহান খান তার নিজের বিজনেস আছে আর মা হালিমা খান একজন গৃহিণী। মিশান মাঝে মধ্যে তার বাবার বিজনেস দেখা শুনা করে যখন মিহান খান কাজের জন্য দেশের বাইরে যায় ও হ্যা মিশান আর মালিহা কিন্তু সিক্রেট গোয়েন্দা ওদের সাথে আরো ৩ জন আছে বাকিটা গল্পে জানতে পারবেন) 

মিশানঃ তুমি কোথায়? কখন আসবে? হোয়াই ডোন্ট ইউ রিপ্লাই?  আমি কিন্তু রেগে যাচ্ছি? 

মালিহা রুমে এসে দেখে মিশান কাউকে মেসেজ করছে ও লুকিয়ে দেখার চেষ্টা করে আর তখন 

মিশানঃ তুই আবার চোরের মতো আমার মেসেজ দেখছিস।ব্যাড ম্যানার্স মিষ্টি আমি কিন্তু মাকে বলে দেবো 

মালিহাঃ এই জন্য কারো ভালো করতে নেই তুই শুনতে পাচ্ছিলি না তাই তোকে ডাকতে এলাম ওনি ওমনি মা মা করছে 

মিশানঃ কেনো ডাকছে? 

মালিহাঃ আমি কীভাবে জানি btw তুই কাকে মেসেজ করছিলি নীড় ভাইয়াকে 

মিশানঃ মিষ্টি একদম বাঝে কথা বলবি না 

মালিহাঃ যাহ বাবা ওনি এতক্ষণ ধরে ভাইয়াকে মেসেজ করছিলো আর আমি বললেই দোষ হুহ 

মিশানঃ পাকাপাক কথা না বলে নিচে চল

মালিহাঃ ধুর বাবা আমার কথা কেউ পাত্তা দেয় না 

চলবে……..

Comments

    Please login to post comment. Login