এতো মায়া কোথা হতে আসে
আমার চাঁদনি রাতের আপন ঘরে
খোলা জানালায় এতো সুগন্ধি আসে
অবিরত দখিনা হাওয়ায় ভেসে
জোছনা ভরা গভীর রাতে
সুরেলা কণ্ঠে কার আওয়াজ আসে
কে সে হৃদয়হরিনী এলোকেশী,
মায়াবনের অচিন পাখি
একবার ধরা দাও আমার কাছে।।
60
View