পোস্টস

কবিতা

অবলোকন (প্রিমিয়াম)

২৩ মে ২০২৪

কামরুল কাদের চৌধুরী


অবলোকন

পূর্ণাংগ অবয়বে দেখি।
দু’চোখে দেখি, চক্ষু খোলে, নিবীড় ভাবে।
মনযোগ দেই, আপাদমস্তক, অবকাশে।
চিক চিক চুল, রেশমী পরশে, এলকেশী। পুরুষ্ট কপাল পেরিয়ে,
বাঁকানো, সূচালো ভ্রু, একাদশী হার মানল বুঝি।
পাপড়ীর মাঝে দেখি, এক নিদারুন ছন্দের কারুকাজ।
দৃষ্টিতে এক সমুদ্র গভীরতা।
টুপ টুপ জল গড়িয়ে পড়তে পারে, মূর্হুতে।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।