Posts

নিউজ

ফিকশনে পুলিৎজার পেল পার্সিভাল এভারেটের ‘জেমস’

May 7, 2025

নিউজ ফ্যাক্টরি

138
View

চলতি বছরের পুলিৎজার প্রাইজ জিতেছে মার্কিন লেখক পার্সিভাল এভারেটের উপন্যাস 'জেমস'। সোমবার (৫ মে) পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ফিকশন বিভাগে তিনি মর্যাদাবান এই পুরস্কার পান।   

জেমস উপনাসটি মার্ক টোয়েনের বিখ্যাত বই ‘অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’ অবলম্বনে লেখা হয়েছে। এই বইয়ে হাকলবেরির বন্ধু ক্রীতদাস জিমের দৃষ্টিকোণ থেকে তাদের অ্যাডভেঞ্চারের কাহিনী বর্ণনা করা হয়েছে। এটি ২০২৪ সালে প্রকাশিত হয়।    

বেস্টসেলিং এই বইটির জন্য গত বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড এবং কিরকাস প্রাইজ জিতেছেন এভারেট। এছাড়া বুকার প্রাইজ, অ্যাস্পেন লিটারারি প্রাইজ, ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড এবং পেন/ফকনার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা পেয়েছিল বইটি। 

এদিকে ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা মতামত বিভাগে পুলিৎজার প্রাইজ পান। দ্য নিউইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রবন্ধের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। এ প্রবন্ধগুলোতে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণের শিকার ফিলিস্তিনিদের জীবন এবং বেঁচে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। 

উল্লেখ্য, পুলিৎজার প্রাইজ যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের সম্মানজনক পুরস্কার হিসেবে পরিচিত। প্রতিবছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। ১৯১৭ সাল থেকে এ পুরস্কারটি দেয়া হচ্ছে।  

সূত্র: এনপিআর 

Comments

    Please login to post comment. Login