আমরা যারা যুদ্ধ থেকে দূরে
গাঁধার মতোন দিকে দিকে ঘুরছি
আমাদের প্লেটে মুদ্রাস্ফীতি —
বুঝতে পেরেছি আয়ু ষাটের বেশি নয়
অথচ যুগের পর যুগ যুদ্ধ করছি
হিন্দু হয়ে মুসলমানের সাথে
মানুষ হয়ে অমানুষের সাথে
পিতা হয়ে সন্তানের সাথে
প্রতিবেশী হয়ে প্রতিবেশীদের সাথে
বিরামহীন যুদ্ধে কেটে গেছে
কয়েক কোটি বছর এরপরেও যুদ্ধ
জনমের যুদ্ধ —
গোটা পৃথিবী যুদ্ধের ময়দান
মানুষের হাতে হাতকড়া
মানুষ শান্তি চায় সরকার চায় যুদ্ধ।
128
View