জীবনের বিচিত্র ভোজ বসে গেছে
স্পর্শ গন্ধ উপলব্ধি হৃদয় ও মগজের জমিনে
ছোট ছোট কথা মানুষের অনুভব
ক্লান্তির আয়েশে কখনো ধানের ক্ষেতে
কৃষকের গা ছুঁয়ে গন্ধ ভেসে এলে
আধুনিকতা উবে যাবে তবে।
পাকা ধানের নরম ঘ্রাণে মধুর প্রেম ভাসে
বাংলার কৃষক ব্যাকুল হয়ে হাসে
আইবুড়ো মেয়েদের দল ঠাট্টা তামাশা
কী অদ্ভুত ইশারা তাদের বুঝা দায়
কাল বৈশাখের রোদ
ঝলমলে মাঠ উজ্জ্বল ধান
আঁটির ভেতর রুগ্ন চাষা
ক্লান্তি আর পিপাসা।