জীবনের কাব্য লেখা দায়
ঝড় বৃষ্টি ঠান্ডা হাওয়া আমারে ছুঁয়ে ছুঁয়ে যায়।
ছুয়ে যায় হিজল ফুল খাদের ধারে শুয়ে
ঘাসের বিছানা মলিন হলো আমার মায়ের কোলে।
পূবের হাওয়া আধো ঘুম মৃত্যুর মতো কাছে
মায়ের ডাকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলো
শিশুর কান্না মায়েরা আহ্লাদ করছে
দিকে দিকে ঘুরে কোমল গলায় গান গেয়ে।
জীবনের গান গাইছে তাঁরা দিকবিদিক ভীষণ মায়া
এরপরেও স্বপ্নের ঘুম লেগে আছে শিশুদের চোখে
বিষন্ন রাত্রীক্ষন একটু হেসেই ঢলে পড়ে যায় যারা।
রঙ তুলি এনে এঁকে দেই জোস্ন্যার ছবি — অনেক আকাশ অনেক মাটি অনেক হিজল ফুল। ঘুমন্ত শিশুর মুখে। বিপন্ন সব সুখ দুঃখ ভুলে।