কোন এক পাষানের বুকে শুয়ে শুয়ে
আকাশ প্রিয়া হিম ঠোঁটে
ঢেউ তোলা নরম বুক তুলতুলে বিছানার পাশে
ফুরিয়ে যাবে অনন্ত রাত্রী ছুঁয়ে ছুঁয়ে।
জীবনের বোধ পাতার ফাঁকে গলে
মেঘের মতো বাষ্প হয়ে ওড়ে
মাতাল হয়ে গাছ পাখিদের নীড়ে
জাগ্রত প্রেম কালো ঘন চুলে
বিছানায় মেলে গা আজও জেগে আছে।
কোনও এক গাছ — পাখির মত ডাকে
চুলে চুলে ঘূর্ণ হাওয়া
মানুষের মতো - ছড়িয়ে ছিটিয়ে
মজলুম মিছিল মুক্তির গান
হাওয়ায় ভেসে আসে।