আম কাঁঠালের গাছে
গ্রীষ্ম পড়ছে খসে।
রৌদ্র ছায়ায় হেসে
তোমার পায়ের কাছে।
এভাবেই গান ভাবছো কবিতা
মানুষ থেকে মানুষ জাগতিক বোঝপড়া
সবশেষে রাত মরন ফন্দি এঁটে
ফুরিয়ে যাবে সূর্য ওঠার আগেই।
আদুরে মুখ আমলকির পাতা
বৃষ্টির মতো ঝড়ে
অনেক বছর পরে
কাল বৈশাখের রাতে।