পোস্টস

কবিতা

ঈশ্বর ও আমি

২৩ মে ২০২৪

জাকির সোহান

ডানে একজন ঈশ্বর বায়ে একজন
সামনে একজন পিছনে একজন
পাড়ায়-মহল্লায়, হাটে-বাজারে
অলিতে গলিতে প্রতিটি পথের মোড়ে
প্রতি কণা মাটিতে পানিতে বাতাসে
একজন করে ঈশ্বর বসে থাকে।
কোথায় নেই ঈশ্বর ?
উপাসনালয়ে একজন পতিতালয়ে একজন
শেয়ারবাজারে একজন হাসপাতালেও একজন।
নাস্তিকতার সাইনবোর্ড লাগিয়ে
যে যত্র-তত্র উস্টা খায়
সেও ঈশ্বর হওয়ার ধান্দায় 
নিজেরে নাস্তিক পরিচয় দিয়ে বেড়ায়।
শুধু আমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার খেসারতে
অল্প বয়সে মুহূর্তের মধ্যে বোঝা হয়ে গেলাম মানুষের।