Posts

কবিতা

ঈশ্বর ও আমি

May 23, 2024

জাকির সোহান

257
View
ডানে একজন ঈশ্বর বায়ে একজন
সামনে একজন পিছনে একজন
পাড়ায়-মহল্লায়, হাটে-বাজারে
অলিতে গলিতে প্রতিটি পথের মোড়ে
প্রতি কণা মাটিতে পানিতে বাতাসে
একজন করে ঈশ্বর বসে থাকে।
কোথায় নেই ঈশ্বর ?
উপাসনালয়ে একজন পতিতালয়ে একজন
শেয়ারবাজারে একজন হাসপাতালেও একজন।
নাস্তিকতার সাইনবোর্ড লাগিয়ে
যে যত্র-তত্র উস্টা খায়
সেও ঈশ্বর হওয়ার ধান্দায় 
নিজেরে নাস্তিক পরিচয় দিয়ে বেড়ায়।
শুধু আমি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার খেসারতে
অল্প বয়সে মুহূর্তের মধ্যে বোঝা হয়ে গেলাম মানুষের।

Comments

    Please login to post comment. Login