Posts

কবিতা

কবে আমি?

May 9, 2025

শরীফ এমদাদ হোসেন

71
View

 

একটা চোখ ফেলে এসেছি কৈশোরে
একটা গুছিয়ে রাখা বুক সেলফ, কিছু বই
আর কবিতার খাতা
রেখে এসেছি কাঠের আলমিরায় টুকরা কিছু স্মৃতি
মায়ের চুম্বন আঁকা কোরআন শরীফ
বাবার তসবিহ, টুপি, পাঞ্জাবী
আরো রেখে এসেছি কৈশোরে কুড়িয়ে পাওয়া
শত্রুদের ভাঙা তরবারি
যা দিয়ে জবাই করতো নিরিহ বাঙালি, মুক্তিযোদ্ধা,
ধর্ষিতা নারী

সম্প্রতি দেখলাম, আমার বয়ে যাওয়া কৈশোর চলে গেছে জবর দখলে
বই, বইয়ের সেলফ, কবিতার খাতা হয়েছে উধাও  
কোন স্মৃতিও আর জমা নাই বুকের ভেতর
লুট হয়ে গেছে তরবারি
যা কিনা ধারালো হয়ে দুর্দান্ত ব্যবহার হচ্ছে ইদানিং
এদেশের শান্তিকামী মানুষের ওপর

কেউ একজন বললো সেদিন
কতবার স্বাধীন হয় একটি জন্মভূমি?
কতবার শত্রু মুক্ত হতে রক্ত ঝরাতে হয় রাজপথে?
তাহলে কী স্বাধীনতার সঠিক মানে আজও আমি বুঝিনা বন্ধুগন?
আজও আমি খেলে চলবো শত্রু শত্রু খেলা?
নাকি নিগুঢ় ভালোবাসায় তুলবো গড়ে আপন স্বদেশ?

কবে আমি হাঁটবো একা একা দাঁড়িয়ে দুই পায়?
কবে আমি আর আমরা কাটাবো রাত্রিদিন
                                                         দুঃখবিহীন?

Comments

    Please login to post comment. Login