চলছে বাতাস ধুলো মেখে,
শহরের রাস্তা বুনে রেখেছে।
অজানা গল্প, হারানো গান,
বয়ে নিয়ে যায় প্রতিদিন প্রাণ।
রাস্তার ধারে গাছের ডালে,
ফিসফিস করে বাতাস কালে।
কখনো কাঁদে, কখনো হাসে,
শূন্যতার মাঝে স্বপ্ন ভাসে।
কোথাও গাড়ির হর্নের শব্দ,
কোথাও নিঃশব্দ রাতের স্রোত।
বাতাস জানে সেই সব কথা,
যা মানুষ রেখে যায় নিরব চিঠি।
চলতে চলতে থেমে যায় হঠাৎ,
ফিরিয়ে আনে শৈশবের ঘ্রাণ।
রাস্তার বাতাস, বেহায়া সঙ্গী,
নিয়ে যায় দূর, অজানা ঠিকানায়।