আমার ছোট্ট নীল কলম,
লিখতে বসি, করে খলবলন!
একটু আঁকাই, একটু লিখি,
হঠাৎ দেখি আঁকছি পিঁপড়ি!
ডায়েরির পাতায় নাচে লাইন,
কলম বলে, “আরো চাই গান!”
লিখতে লিখতে চলে যায় ডানে,
হাসি ধরে না ঠোঁটের কোণে।
শব্দের ভেতর খুঁজে মজা,
কখনো রঙিন, কখনো কাঁচা।
একদিন কলম ফুঁস করে বলে,
“কেন শুধু পড়া? গল্পও খোলে!”
আমি হেসে বলি, “ঠিক আছে ভাই,
আজ থেকে তুমিই লেখার জাহাজের নাই।”
কলম নাচে, গল্প গড়ে,
স্বপ্ন ভাসে কাগজের ঘরে।