তোমায় ধোঁকা দেবো না,
কিন্তু তোমাকে বিশ্বাসও করছি না।
তোমাকে আক্রমণ করবো না,
কিন্তু তোমাকে সমর্থনও দেবো না।
তুমি আমাদের দেখো না,
কারণ আমরা কাছে আসি না।
তোমায় আঘাত হানবো না,
তবে তোমার পাশেও দাঁড়াব না।
ক্ষতবিক্ষত হৃদয় গভীরে,
আটকে থাকে এক অব্যক্ত গান।
পায়ের চিহ্ন মিশে যায়
ভোরের কুয়াশায়;
অদৃশ্য, উপেক্ষিত।
মিথ্যে বলবো না;
সন্দেহভরা এই কাঁটাঝোপে
কেউই নয় নির্দোষ।
হারানো স্বপ্নের ছায়া ফুটে থাকে,
নিঃশেষ এক বিদ্রোহের গানে।
স্তব্ধ শহরের শেষ আলোয়,
অগণিত মুখের চাপা চিৎকার।
উত্তরটাও আজ বন্দি হয়েছে,
এক প্রশ্নবিদ্ধ কারাগারে।
