Posts

বাংলা সাহিত্য

বসন্তের দুপুর

May 9, 2025

ওমর ফারুক আশরাফি

222
View

বসন্তের দুপুর

ওমর ফারুক


বসন্ত এসেছে, সাদা মেঘের মাঝে,
নরম আলোয় স্নান করে, মাধুরী রাগে।
তীর্থপথের বাতাসে গুনগুন গান,
গল্প বলে ফুলের সুর, গাহে বনমানুষের প্রাণ।

শ্রাবণের ভয়ে ভয়ে গিয়েছিলো পাতা,
আজ হাওয়ায় উঠে ফুলের রঙে গল্পের কথা।
রোদ ছড়িয়ে পড়েছে, নীচে মাটি সোনালী,
এ যেন পৃথিবীর এক মধুর মায়া, এক অদ্ভুত ভালোবাসা।

মন একটুও থামেনা, চলতে থাকে,
বসন্তের অদ্ভুত রঙে ভরপুর চিত্রের মতো।
আর, একে একে হারিয়ে যায় দিনরাতের সীমা,
এ সময়ের হাত ধরে স্মৃতি হয়ে যায় চিরকাল।

এটাই বসন্ত, যা প্রতিটি প্রাণে বয়ে চলে,
যেখানে অনুভূতির সব পথ খুলে যায় এক নতুন আলোতে।

Comments

    Please login to post comment. Login