Posts

নিউজ

যে কারণে সত্যজিতের সঙ্গে ফেলুদায় কাজ করেননি অমিতাভ বচ্চন

May 9, 2025

নিউজ ফ্যাক্টরি

124
View

সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা চরিত্রে সৌমিত্র চ্যাটার্জি, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চ্যাটার্জি এবং টোটা রায় চৌধুরীর মত অভিনেতারা অভিনয় করেছেন। এই তালিকায় আরো বড় একটি নাম যুক্ত হওয়ার কথা ছিল। অনেকেই হয়তো জানেন না, বিখ্যাত এই পরিচালক বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে ফেলুদা চরিত্রের জন্য চেয়েছিলেন। যদি সেটা সম্ভব হতো, তাহলে উপরের তালিকায় কিংবদন্তি এই নায়কের নামও থাকত।

সত্যজিৎ রায়ের ছেলে সন্দ্বীপ রায় এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ফেলুদাকে নিয়ে হিন্দিতে একটি টিভি সিরিজ বানানোর পরিকল্পনা করা হয়েছিল। জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রের জন্য অমিতাভ বচ্চনের কথা ভেবেছিলেন তার বাবা।

তিনি বলেন, দূরদর্শনের জন্য ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ অবলম্বনে একটি টিভি সিরিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। হিন্দিতে এটির নাম রাখা হয়েছিল ‘কিসসা কাঠমাণ্ডু মে’। ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে আমরা অমিতাভ বচ্চনকেই চেয়েছিলাম। 

স্মৃতিচারণ করে তিনি বলেন,‘সেটি ছিল আশির দশকের মাঝামাঝি সময়ের ঘটনা। বাবা সত্যিই চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন ফেলুদার চরিত্রটা করে। এই ব্যাপারে তার সাথে আমাদের কথাও হয়েছিল। দীর্ঘ সময়ের জন্য তাকে আমাদের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে, তিনি সেসময় খুব ব্যস্ত ছিলেন।‘

পরবর্তীকালে ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডেরই আরেক সুপারস্টার শশী কাপুর। অবশ্য সত্যজিৎ রায়ের মাস্টারপিস ‘শতরঞ্জ কে খিলাড়ি’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে ব্যাকগ্রাউন্ড কন্ঠ বা বর্ণনাকারীর ভূমিকায় ছিলেন বিগ বি।

এদিকে অমিতাভ বচ্চনও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলেন। কিংবদন্তির এই পরিচালকের সঙ্গে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতা ছিল। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন কিশোর বয়সে সত্যজিৎ এর মহানগর (১৯৬৩) সিনেমায় অভিনয় করেছিলেন।

উল্লেখ্য, মিনি টিভি সিরিজ কিসসা কাঠমাণ্ডু মে পরিচালনা করেছিলেন সন্দ্বীপ রায়। সত্যজিৎ রায় অসুস্থ থাকার কারণে এটি তিনি পরিচালনা করতে পারেননি। ১৯৮৬-৮৭ সালে ভারতের জাতীয় টেলিভিশনে সিরিজটি প্রচারিত হয়েছিল। এতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার শশী কাপুর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

    Please login to post comment. Login