পরীক্ষাগুলো এমন কেন
বাংলাতে লিখতে হয় সাতটা সৃজনশীল
লেখা যে হয় না শেষ,
লেখনীতে ইংরেজি ফুটে উঠে সুন্দর
তবে গ্রামারে নাম্বার কাটে কটা বেশ।
গণিতের দিন বেড়ে যায় সবার চিন্তা ও চাঁদাবাজি
প্রশ্ন দেখে হয়ে যায় কেউ কাপুরুষ কেউ বা শহীদ-গাজী।
পদার্থের দিন সমীকরণ সব যায় উল্টে পাল্টে,
ধর্মের দিন অন্বেষণ করি খোদা যা রেখেছেন ললাটে।
বায়োলজির দিন কেন যেন সাড়া দেয় না ভুলোমনা মন,
এদিকে কেমিস্ট্রির দিন বিক্রিয়া ঘটে চলে ডজন ডজন।
বিজিএস এর দিন হয় সবারই সাল-তারিখে গন্ডগোল,
আইসিটিতে পড়ে শক্ত গার্ড,হারিয়ে যায় মুখের বোল।
এমনি করে পরীক্ষার দিনগুলো যায় চলে,
জল্লাদ রেজাল্ট ছুটে আসে হাঁউ মাউ খাও বলে।