Posts

গল্প

মা আমার সব

May 10, 2025

Gaming Apon khan

62
View

গল্পের নাম: মা আমার সব গল্পের নাম

ভোর হতে তখনো খানিক বাকি।
বৃষ্টির শব্দে চোখ খুলে দেখে, জানালার পাশে মা দাঁড়িয়ে—চুপচাপ।

ছেলেটা ধীরে বলে,
"মা, ঘুমাওনি?"

মা হেসে বলে,
"তুই না থাকলে ঘুমাতে ভালো লাগে না।"

সে ভাবে—
যে মানুষটা নিজের শীত, ক্লান্তি, অভিমান সব গিলে ফেলে শুধু একটা কথায়,
সে তো সত্যিই সব গল্পের নাম হয়ে ওঠে।

মা ফিরে শুয়ে পড়ে।
ছেলেটা জানে—
দুনিয়ায় যত গল্প লেখা হয়েছে, লেখার বাকি আছে,
সবশেষে লেখক শুধু একটাই নাম রাখবে—মা

Comments

    Please login to post comment. Login