মনের চাকা ব্যাকা হয়ে,
ঘুরছে কেবল বাঁকা হয়ে।
সরাসরি যায় না কোনো পথ,
ঘুরপথে খুঁজে নেয় নিজের গত।
স্বপ্নগুলো ভাঙা কাঁচের মতো,
আলো ঝলকে জ্বলে ক্ষণকাল।
ইচ্ছে গুলো বৃষ্টির ফোঁটা,
পথ হারিয়ে ভিজিয়ে দেয় চাল।
মনের ভেতর ঘূর্ণি লেগে,
কখনো হাসি, কখনো কান্না।
দিগন্ত জুড়ে ছায়া নামে,
আবার জাগে রঙিন প্রাচীরের বন্যা।
হয়তো চাকা সোজা হলে,
সবটা সহজ, নিখুঁত হতো,
কিন্তু বাঁকার এই রহস্যে,
লুকিয়ে থাকে কতো অজানা কথা।
কখনো সে দুলে দুলে,
ফিরে যায় শৈশবের মাঠে,
কখনো উড়ে কৈশোরের পাখি,
রঙিন আকাশের সাথে।
প্রতিটি বাঁক এক নতুন গল্প,
প্রতিটি ঘূর্ণি এক নতুন স্বপ্ন,
মনের চাকা থামে না কিছুতেই,
চলেই চলে অনন্ত যাত্রায়।
বাঁকা সেই চাকা যদি না থাকতো,
কেমন শূন্য হতো এই মন!
বাঁকার ভিতরেই খুঁজে পাই আমি,
সোজা হবার এক চিরন্তন ধন।
তাই আজও সেই চাকা ঘুরুক,
বাঁকা হোক তার আঁকা রেখা,
মনের এই ব্যাকা চাকায়ই লুকায়,
জীবনের সবচেয়ে সত্য দেখা।