Posts

নিউজ

৫ হাজারের বেশি শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র

May 10, 2025

নিউজ ফ্যাক্টরি

109
View

বইপড়া কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণের জন্য ঢাকার ৭৫টি স্কুলের ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থীকে বই পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার (৯ মে) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দুই দিনের এই উৎসব অনুষ্ঠিত হয়।   

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় উৎসবটির আয়োজন করা হয়। শুক্রবার উৎসবের প্রথম দিনে ৩১টি স্কুলের ২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থীকে ৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় দিনে আরও ২ হাজার ৫৩১ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।   

পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘পৃথিবীর সেরা লেখকদের বইয়ে রয়েছে আনন্দ ও আলোর সন্ধান।’  

চলতি বছর ঢাকা মহানগরের ৭৫টি স্কুল থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এই বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। সেখান থেকে নির্বাচিত ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থীকে ‘স্বাগত’, ‘শুভেচ্ছা’, ‘অভিনন্দন’ ও ‘সেরা পাঠক’ নামের ৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। সেরা পাঠকদের মধ্যে প্রতি ১০ জনের একজনকে লটারির মাধ্যমে বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছে। 

Comments

    Please login to post comment. Login