শূন্যতার কারাগারে সূর্যোদয়
শূন্যতার কারাগারে বন্দী তারা
ওরা সবাই বাস্তুহারা।
বোমার শব্দে কাঁপছে হৃদয়
ভীতি জাগানিয়া ঐ সূর্যোদয়।
কবর রচিত হচ্ছে বাড়ি বাড়ি
ওরা সবাই অনাহারী।
শেষ হবে কবে এ অন্যায় যুদ্ধ
একদিনের অপেক্ষারত শিশুরাও আজ বৃদ্ধ।
গণহত্যার ধ্বংসস্তূপে পিষ্ট গাজা
নাটক দেখছে যেন পৃথিবীর সব রাজা-মহারাজা।
দু'শো কোটি মুসলিম বলছে আমি আজ একা
দেখেও দেখি না আমরা কত সহস্র মায়ের কোল ফাঁকা।
রক্তের স্রোতে ভেসে ভেসে ক্লান্ত তারা
আর এদিকে মানুষ ভোগবাদে বিবেকহারা।
কবে আর হবে মনুষত্বের উদয়
নাকি শুধুই অপেক্ষা অস্তাচলের সূর্যোদয়?