Posts

কবিতা

ফিলিস্তিনের কবিতা - শূন্যতার কারাগারে সূর্যোদয়

May 11, 2025

Lesan Ahmed

88
View

             শূন্যতার কারাগারে সূর্যোদয় 

শূন্যতার কারাগারে বন্দী তারা

                           ওরা সবাই বাস্তুহারা।

বোমার শব্দে কাঁপছে হৃদয় 

                 ভীতি জাগানিয়া ঐ সূর্যোদয়।

কবর রচিত হচ্ছে বাড়ি বাড়ি 

                          ওরা সবাই অনাহারী।

শেষ হবে কবে এ অন্যায় যুদ্ধ 

        একদিনের অপেক্ষারত শিশুরাও আজ বৃদ্ধ।

গণহত্যার ধ্বংসস্তূপে পিষ্ট গাজা

নাটক দেখছে যেন পৃথিবীর সব রাজা-মহারাজা।

দু'শো কোটি মুসলিম বলছে আমি আজ একা 

দেখেও দেখি না আমরা কত সহস্র মায়ের কোল ফাঁকা। 

রক্তের স্রোতে ভেসে ভেসে ক্লান্ত তারা 

       আর এদিকে মানুষ ভোগবাদে বিবেকহারা।

কবে আর হবে মনুষত্বের উদয় 

        নাকি শুধুই অপেক্ষা অস্তাচলের সূর্যোদয়?

Comments

    Please login to post comment. Login

  • Lesan Ahmed 7 months ago

    নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।ফিলিস্তিনের মুক্তি হবেই হবে ইনশাআল্লাহ 🇵🇸।

  • Lesan Ahmed 7 months ago

    উৎসর্গ: অদম্য সাহসী দুর্ভেদ্য ঈমানের অধিকারী ফিলিস্তিনি ভাইবোন দেরকে।