শিক্ষক ক্লাসে এসে প্রশ্ন করলেন:
“তোমরা বলো তো, একটা গাছে যদি ১০টা পাখি বসে থাকে, আর তুমি একটা গুলতি দিয়ে একটাকে মেরে ফেলো, তাহলে গাছে কয়টা পাখি থাকবে?”
রাহুল হাত তুলল:
“স্যার, একটাও থাকবে না। কারণ একটা মারা গেলে বাকি সব ভয় পেয়ে উড়ে যাবে।”
শিক্ষক হেসে বললেন:
“ঠিক চিন্তা করেছো, তবে আমি চেয়েছিলাম উত্তরটা হোক ৯টা। যাই হোক, বুদ্ধির জন্য তোমাকে দশ নম্বর!”
রাহুল বলল:
“স্যার, আমিও একটা প্রশ্ন করতে পারি?”
শিক্ষক: “নিশ্চয়ই করো।”
রাহুল: “তিনজন মহিলা আইসক্রিম খাচ্ছে। একজন কামড়ে খাচ্ছে, একজন চুষে খাচ্ছে, আরেকজন চামচ দিয়ে খাচ্ছে। বলুন তো, কোনজন বিবাহিত?”
শিক্ষক লজ্জা পেয়ে বলল:
“যে চুষে খাচ্ছে...”
রাহুল বলল:
“না স্যার, যার হাতে সিঁদুর আছে, সেই বিবাহিত। তবে আপনার চিন্তাধারার জন্য আপনি ১০ নম্বর পেলেন!”