Posts

কবিতা

তবু কবিতারা

May 11, 2025

শরীফ এমদাদ হোসেন

64
View

ভাবুন তো দেখি! কবিতারে ছুটি দেই 
মনকে ঠেকাই, তবু আসে বারবার
বলে চলি তারে,আছি আজো আমি সেই 
এসেছো যখন, ভেঙ্গে করো চুরমার।

ভাঙ্গে সে হৃদয় ভেঙ্গে ফেলে অভিমান
ভালোবেসে তারে লিখে চলি কথামালা
জানিনা কখন কবিতার ভাঙ্গে ধ্যান
কবিতায় বুঝি কবিদের বুকে জ্বালা?

পার হয়ে গেছে বহুদিন বহু মাস
ঘুম ঘুম চোখে স্বপনেরা ধোকা দেয়
তবু করে যায় কবিতারা বসবাস
হৃদয়ের কোনে রুদ্র শহিদ ঘুমায়।

গরম চা'য়ের পেয়ালা লাগাই ঠোঁটে
ভাবখানা যেন কবিতার করি খোঁজ
কাঁপিয়ে আকাশ নজরুল হেসে ওঠে
তাকে বলি কবি,"কবিতা আসেনা রোজ"

কবিতারা থাকে প্রকৃতির মূল ধরে
ভাটিয়ালী গানে ফুল ফল নদী কূলে
পূবের আকাশে শ্রাবণের মেঘে ভরে
আউশের ক্ষেতে কায়া আসে পথ ভুলে।

কবিতা রয়েছে আবুল হাসান জুড়ে
গুন, কাদরীর পরে আসে কত কবি
যত লেখা হয়,  সে জীবনানন্দ খুঁড়ে
মাথার ওপরে আজো ধাবমান রবি।

কবিতা আমার লেখাই হয়না মোটে
তবু কবিতারা রোজ মনে এসে ফোটে।
___________________________________

Comments

    Please login to post comment. Login