Posts

নিউজ

লেখালেখির ক্লাস নিচ্ছেন আগাথা ক্রিস্টি

May 11, 2025

নিউজ ফ্যাক্টরি

105
View

গোয়েন্দা কাহিনী লিখে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন ইংরেজ লেখক আগাথা ক্রিস্টি। ‘কুইন অব ক্রাইমস’ নামে পরিচিত এই লেখক ১৯৭৬ সালে মারা গেলেও লেখালেখির একটি কোর্সে তিনি ক্লাস নেবেন বলে জানা গেছে। এই কোর্সের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী লেখকরা ক্রিস্টির লেখার ধরণ সম্পর্কে জানার একটি যুগান্তকারী সুযোগ পাবেন।

বিবিসি মায়েস্ট্রো অনলাইনে লেখালেখির এই কোর্সটি চালু করেছে। গোয়েন্দা উপন্যাস লিখতে আগ্রহী লেখকরা এর মাধ্যমে আগাথা ক্রিস্টির কাছ থেকে সাসপেন্স, প্লট টুইস্ট এবং অবিস্মরণীয় চরিত্র তৈরি শিখতে পারবেন। 

বিবিসি মায়েস্ট্রো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করছে। বিবিসি স্টুডিওর মায়েস্ট্রো প্রোগ্রামে বিখ্যাত এই লেখকের প্রতিচ্ছবি এবং কণ্ঠস্বর পুনরুজ্জীবিত করতে এআই ব্যবহার করা হয়েছে। 

উল্লেখ্য, বিবিসি মায়েস্ট্রো একটি সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের মাধ্যমে লেখালেখি করার কৌশল সম্পর্কে অভিজ্ঞ লেখকদের কাছ থেকে ধারণা পাওয়া যাবে।

Comments

    Please login to post comment. Login