জানালার বাহিরে নির্লিপ্ত মহকুমায়
দমকায় দমকায় আগুন লেগেছে
ডেমোক্রেসি ডেমোক্রেসি বলে চিল্লাচ্ছে সকলে
ভারী বুট পায়ে পাহারা দিচ্ছে অগ্নিকুন্ড
অগত্যা জ্ঞানীদের বাঁচার অধিকার নেই।
কেউ বলেছিলো জ্ঞানীদের শোষণ করা যায় না কিন্তু,
আজ নিজ চোখে দেখলাম-
জ্ঞানীরাই শোষণ করছে
এভাবে-কিভাবে স্বার্থহীনভাবে সকলে স্বার্থপর
কলমের খোঁছায় কাগজে প্রেম বাদে-
বেশী কিছু লিখলে জাহান্নাম,
কেন্দ্রীয় কারাগার
কাপড় কাঁচা আর গায়ে মাখার জন্য থাকবে একই সাবান।
ধর্ষিতা ডেমোক্রেসি
বহুচেষ্টা করেও ঢেকে রাখতে পারছে না-
পরণের কাপড়, ব্রা'র হুক
রাজপথে উলঙ্গ দগদগে দেহ জ্বলছে
"চাহিবা মাত্রই ইহার বাহকে দিতে
বাধ্য থাকিবে"
তাই বাহক পুড়িয়ে ফেল্লেই
আর কেউ বাধ্য থাকবে না
নিজেকে মুক্ত করার লোভ
হ্নদয়ে জেগেছে শয়তানের একনিষ্ট ইবাদত
পোড়াও আর পোড়াও রঞ্জনা-দম্ভ-চুর্ণ
ডেমোক্রেসি, ডেমোক্রেসি
পুড়ে যাচ্ছে সহসা।
মানুষ রাজনৈতিক জীব
মানুষ ডিক্টেটরীক পশু
মানুষ লোভী, লোভী, লোভী;
হিম শীতল মর্গের ড্রয়ারে
একটি শিশুর লাশ কেঁদেছে
বিকলাঙ্গ বৃদ্ধ বাবার দাঁড়িতে
বেয়ে পড়েছে চোখের জল
কেউ নেই তা দেখার
কেননা,
আজ রাস্তার মোড়ে ডেমোক্রেসি পোড়াচ্ছে
আমরা সকলেই সেখানে গ্যালাম
উলঙ্গ, উতপ্ত ডেমোক্রেসির পোড়া শরীরের ঘ্রাণ পেতে;
যে ঘ্রাণে নেশা করা যায় বহুযুগ ধরে
তাই বিদেশী নার্কোট্রিকস'রা
কোকেন ছেড়ে করছে লাশের ব্যবসা;
অলাভজনক সংস্থা
যত বেশী মানুষের মৃত্যু তত বেশী লাভ।
জানিনা কতক্ষণ পোড়ালে ডেমোক্রেসির মৃত্যু হবে
নাকি সে মরে গ্যাছে অনেক আগেই
শুধুই পোড়ার ভান ধরছে
বলাতো যায় না, অসহায় ডেমোক্রেসি ভন্ডামী করতেই পারে
এখনো তাকিয়ে আছি
কেউ এসে হয়তো ঝাপ দেবে আগুনে
সিনেমার মত উদ্ধার করবে হিরোইন
জানিনা কতকাল আমাকে অপেক্ষা করতে হবে।
রাস্তার দাঁড়ে, রাজপথে আজ ডেমোক্রেসি পুড়ছে
চারপাশে ভীড় করে মানুষ তা দেখছে
আমি অমানুষ, দাগী আগামী তাই
আজ এই কবিতা লিখছি-
ডেমোক্রেসির পুড়ছে মানবসৃষ্ট নরকে।
দমকায় দমকায় আগুন লেগেছে
ডেমোক্রেসি ডেমোক্রেসি বলে চিল্লাচ্ছে সকলে
ভারী বুট পায়ে পাহারা দিচ্ছে অগ্নিকুন্ড
অগত্যা জ্ঞানীদের বাঁচার অধিকার নেই।
কেউ বলেছিলো জ্ঞানীদের শোষণ করা যায় না কিন্তু,
আজ নিজ চোখে দেখলাম-
জ্ঞানীরাই শোষণ করছে
এভাবে-কিভাবে স্বার্থহীনভাবে সকলে স্বার্থপর
কলমের খোঁছায় কাগজে প্রেম বাদে-
বেশী কিছু লিখলে জাহান্নাম,
কেন্দ্রীয় কারাগার
কাপড় কাঁচা আর গায়ে মাখার জন্য থাকবে একই সাবান।
ধর্ষিতা ডেমোক্রেসি
বহুচেষ্টা করেও ঢেকে রাখতে পারছে না-
পরণের কাপড়, ব্রা'র হুক
রাজপথে উলঙ্গ দগদগে দেহ জ্বলছে
"চাহিবা মাত্রই ইহার বাহকে দিতে
বাধ্য থাকিবে"
তাই বাহক পুড়িয়ে ফেল্লেই
আর কেউ বাধ্য থাকবে না
নিজেকে মুক্ত করার লোভ
হ্নদয়ে জেগেছে শয়তানের একনিষ্ট ইবাদত
পোড়াও আর পোড়াও রঞ্জনা-দম্ভ-চুর্ণ
ডেমোক্রেসি, ডেমোক্রেসি
পুড়ে যাচ্ছে সহসা।
মানুষ রাজনৈতিক জীব
মানুষ ডিক্টেটরীক পশু
মানুষ লোভী, লোভী, লোভী;
হিম শীতল মর্গের ড্রয়ারে
একটি শিশুর লাশ কেঁদেছে
বিকলাঙ্গ বৃদ্ধ বাবার দাঁড়িতে
বেয়ে পড়েছে চোখের জল
কেউ নেই তা দেখার
কেননা,
আজ রাস্তার মোড়ে ডেমোক্রেসি পোড়াচ্ছে
আমরা সকলেই সেখানে গ্যালাম
উলঙ্গ, উতপ্ত ডেমোক্রেসির পোড়া শরীরের ঘ্রাণ পেতে;
যে ঘ্রাণে নেশা করা যায় বহুযুগ ধরে
তাই বিদেশী নার্কোট্রিকস'রা
কোকেন ছেড়ে করছে লাশের ব্যবসা;
অলাভজনক সংস্থা
যত বেশী মানুষের মৃত্যু তত বেশী লাভ।
জানিনা কতক্ষণ পোড়ালে ডেমোক্রেসির মৃত্যু হবে
নাকি সে মরে গ্যাছে অনেক আগেই
শুধুই পোড়ার ভান ধরছে
বলাতো যায় না, অসহায় ডেমোক্রেসি ভন্ডামী করতেই পারে
এখনো তাকিয়ে আছি
কেউ এসে হয়তো ঝাপ দেবে আগুনে
সিনেমার মত উদ্ধার করবে হিরোইন
জানিনা কতকাল আমাকে অপেক্ষা করতে হবে।
রাস্তার দাঁড়ে, রাজপথে আজ ডেমোক্রেসি পুড়ছে
চারপাশে ভীড় করে মানুষ তা দেখছে
আমি অমানুষ, দাগী আগামী তাই
আজ এই কবিতা লিখছি-
ডেমোক্রেসির পুড়ছে মানবসৃষ্ট নরকে।