Posts

কবিতা

কখনও পদচিহ্ন ধরে এগিয়ে যাই

May 12, 2025

শাকের আনোয়ার

503
View

(ইমদাদ উল্লাহ ফিরদাউস-কে)

তোমার চলে যাওয়ার পথে চেয়ে থাকি
চাতক যেমন চেয়ে থাকে আকাশের দিকে
পেছন ফেলে চলে যাও নির্দ্বিধ
তবু অপলক চেয়ে থাকি

কখনও পদচিহ্ন ধরে এগিয়ে যাই
যেতে যেতে বহুদূর যাওয়ার পর
ক্লান্ত হয়ে গেলে থেমে যাই
বয়সের ভারে ন্যূব্জ বৃদ্ধ যেমন
হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে
লাঠি ভর করে দাঁড়ায়

থেকে থেকে আবার হাঁটতে শুরু করি
আবার ক্লান্ত হলে আবার থেমে যাই
এভাবে বহু পথ পেরোবার পর
এখন ভাবছি, বরং পেছন ফিরে গেলেই
ভালো হতো বৈকি;

কিন্তু এখন ফিরে গেলেও
পুরো একটা জীবন চলে যাবে;
পথ শেষ হবে না, আর
সামনে গেলেও, তোমাকে পাব না!

Comments

    Please login to post comment. Login

  • এভাবে বহু পথ পেরোবার পর এখন ভাবছি বরং, পেছন ফিরে গেলেই ভালো হতো বৈকি;...❤️‍🩹