Posts

গল্প

গ্রামের শীতের দিন

May 12, 2025

Siam Habib

115
View

আনিকা ও রাহিন দুই ভাই বোন।  তারা প্রতি শীতের সময় তাদের নানুর বাড়িতে বেড়াতে যায়।  এবছর ও তারা যাবে বলে সিদ্ধান্ত নিল। পরেরদিন দুপুরে তাদের নানুর বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে তারা খুব আনন্দ করছে কারণ সেখানে তাদের খালাতো ভাই ও মামাতো ভাইরা রয়েছে। তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যায় ও তারা শীতের সকালের রোদ পোহায়। তারা প্রতিদিন দুপুরে বিভিন্ন খেলাধুলা করে যেমন: কানামাছি , ক্রিকেট , ফুটবল , দাবা ইত্যদি। তারপর তারা বিকালে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। অতঃপর তারা রাত্রে সবাই খেয়েদেয়ে গল্পের আসর জমায়। তারা নানারকম মজার মাজার গল্প করে। তারা কখনো ফোন নিয়ে গেম খেলে না। 

Comments

    Please login to post comment. Login

  • লেখাটি কি আরো আছে না এতটুকুই?

  • Siam Habib 7 months ago

    আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে