আনিকা ও রাহিন দুই ভাই বোন। তারা প্রতি শীতের সময় তাদের নানুর বাড়িতে বেড়াতে যায়। এবছর ও তারা যাবে বলে সিদ্ধান্ত নিল। পরেরদিন দুপুরে তাদের নানুর বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে তারা খুব আনন্দ করছে কারণ সেখানে তাদের খালাতো ভাই ও মামাতো ভাইরা রয়েছে। তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যায় ও তারা শীতের সকালের রোদ পোহায়। তারা প্রতিদিন দুপুরে বিভিন্ন খেলাধুলা করে যেমন: কানামাছি , ক্রিকেট , ফুটবল , দাবা ইত্যদি। তারপর তারা বিকালে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। অতঃপর তারা রাত্রে সবাই খেয়েদেয়ে গল্পের আসর জমায়। তারা নানারকম মজার মাজার গল্প করে। তারা কখনো ফোন নিয়ে গেম খেলে না।
Comments
-
শাকের আনোয়ার 7 months ago
লেখাটি কি আরো আছে না এতটুকুই?
-
Siam Habib 7 months ago
আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে