Posts

কবিতা

বহুদূর মরুচর, আরো দূরে তুমি

May 23, 2024

রাহাদ এইচ. শিশির

129
View
তুমি চলে যাও উষ্ণ অভ্যর্থনা পেরিয়ে
গভীর অনুতপ্ত নরকের সূরে
কর্কশ নীল আলো
সুরভিত সুরভী জেনে নাও আজ
গোপন এক গান
যা আমি বলতে পারিনি
এবং
জীবন আমাকে যা বলতে দেয়নি।

জীবন এক বৈচিত্র, তোমার চুলের মত
কখনো উঁচু খোপা
কখনো বেণী
কখনো খোলা চুলে আবার যেমন প্রেমে পড়ি
তোমার এবং তোমার — 

জীবন বারবার সে কথাই বলে
সে একই গান গায়
চলে যাওয়ার গান— 
সকালে উঠে যেভাবে ভাবি
একটি রাত জীবন থেকে হারিয়েছে
তুমি আজকাল চলে যাচ্ছো
সেসব রাতের সাথে সঙ্গী হয়ে।

তবুও তুমি চলে যাও হাওয়ায় হাত মেলে
নিথর প্রেম পিছে ফেলে
সোনালি কুয়াশায় ঢাকা দেও নিজেকে
গোধুলির ওপারে দাঁড়িয়ে আছো তুমি
নীল প্রজাপতি— 
সোনালি হাওয়ায় ঢেকুর তুলে প্রেমের
এখনো অনন্ত আকাশে ওড়া বাকি
সমুদ্রে গা ছুঁয়ে ডানা ভেজানো
এখনো বাকি
নীল প্রজাপতি!

তবুও তুমি চলে যাও
জীবনের মত
প্রিয় সময়ের মত
বাল্যবন্ধুর মত
বাবার মত
দূরে দূরে আরো দূরে।

আজকাল সেই গান জীবনের সূরে
তোমাকে পাই জীবন থেকেই দূরে।

Comments

    Please login to post comment. Login