আঁধারে আঁধার মৃত্যু মনে হয়
বুকের প্রেম হয়েছে সব ক্ষয়
মনের কাছে একটা কথা
বলতে দেরি হয় আমিও আঁধার
মানতে নাহি ভয় বুকের প্রেম
হয়ে গেছে সব ক্ষয়।
হয়ে গেছে দেরি সর্বস্ব ছাড়ি
মোকছের মনে বিষাদগীতি ভারী
কপিলা ক্রন্দন মানব বিহারি
করেছে যাতন ক্রোধের মাতম
সবকিছু ছাড়ি মোকছের বাড়ি
আঁধার কারবালায় খুঁজ পেলে বাড়ি।
আঁধারে আঁধার মৃত্যু মনে হয়
মর্মর ব্যাথা স্পর্শ করে ভয়
কুলসুম বিবি ছিল অসুখময়
মওতের ডাকে নূর দাদার বাড়ি
বছর পাঁচেক নুরুর মন ভারী
শূন্য করে চলে গেছে ছাড়ি।
ভারী মনে ভাবি — নিজের বাড়ি
কই গেলি ছাড়ি বিয়োগ বিষাদ নারী
ছুঁয়ে ছুঁয়ে মন বেজে ওঠে ব্যাথা
বিষাদগীতি তুমি ; শেষ বিদায়ের আগে
মায়ার সহিত কেঁদে বৌ মরেছে সবে
মোকছেদ আলীর মন ভারী-তো হবেই।