Posts

নিউজ

ইন্ডি বুক অ্যাওয়ার্ডের শর্টলিস্টে এলিফ শাফাক

May 12, 2025

নিউজ ফ্যাক্টরি

113
View

চলতি বছরের ইন্ডি বুক অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তুর্কি লেখক এলিফ শাফাক এবং ইংরেজ উপন্যাসিক জ্যাকলিন উইলসন। ৯ মে, দ্য বুকসেলার্স অ্যাসোসিয়েশন এই তালিকা ঘোষণা করেছে। 

ফিকশন, ননফিকশন, চিলড্রেনস ফিকশন এবং পিকচার বুক এই চারটি বিভাগে প্রতিবছর এ পুরস্কারটি দেয় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান দ্য বুকসেলার্স অ্যাসোসিয়েশন।    

২০২৫ সালের ইন্ডি বুক অ্যাওয়ার্ডের ফিকশন বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন এলিফ শাফাক, পার্সিভাল এভারেট, জ্যাকলিন উইলসন, কেভিন ব্যারি, অ্যান্ড্রু ও'হাগান এবং ট্রেসি শেভালিয়ার।  

জুন মাসে অনুষ্ঠেয় ‘বুকস আর মাই ব্যাগ’ নামের সপ্তাহব্যাপী একটি উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই উৎসবটি শুরু হবে ১৪ জুন এবং ২১ জুন এটি শেষ হবে।  

২০২৫ সালের ইন্ডি বুক অ্যাওয়ার্ডের ফিকশন বিভাগের সংক্ষিপ্ত তালিকা: 

১. ‘দেয়ার আর রিভারস ইন দ্য স্কাই’ - এলিফ শাফাক

২. ‘জেমস’ - পার্সিভাল এভারেট

৩. ‘দ্য হার্ট ইন উইন্টার’ - কেভিন ব্যারি 

৪. ‘ক্যালেডোনিয়ান রোড’ - অ্যান্ড্রু ও'হাগান 

৫. ‘দ্য গ্লাসমেকার’ - ট্রেসি শেভালিয়ার

৬. ‘থিঙ্ক অ্যাগেইন’ - জ্যাকলিন উইলসন  

Comments

    Please login to post comment. Login