মেটাফরিক্যালি প্রেম মানে তুমি
আর তুমি মানে সমস্ত কিছু
প্রিয় সিগারেট থেকে অপ্রিয় কবিতা
একটি খড়সা দিন
এরপর রাত থেকে আবার যাত্রা শুরু
হলরুম থেকে দূরের আবাসভবনে
চরে পড়ে থাকা অকেজো নৌকার দিকে
যেন দূরে কোথাও না যেতে পারি তোমার থেকে
তাই নোঙর ফেলে সাঁতরে যাই সারা সমুদ্র।