শত শত দিন পর পথ ভুলে যদি আমাদের দেখা হয়ে যায়!
অগোছালো - বিধ্বস্ত আমায় দেখে যদি তুমি প্রশ্ন করে বসো আমি কেমন আছি!
নিরব আর্তনাদে দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয় খানা জবান টেনে ধরবে!
খানিক নিস্তব্ধ থেকে মস্তিষ্ক জানতে চাইবে
তুমি ভালো আছ তো?
ভুল করেও তুমি তখন মুচকি হেসো না,
হারানো প্রেমের জ্বালায় পচন শরীর টা হয়তো
তোমায় ছুতে না পারার ব্যর্থতায়
আজন্ম যন্ত্রণা পোহাবে।