Posts

কবিতা

ঐতিহ্য

May 14, 2025

মুহাম্মদ আল ইমরান

113
View

আলোকসম্পাতের মায়ায় ফুটে আছে এক ঐতিহ্য। 
অন্ধকার পথে ঐ পবিত্র চোখে আমি তোমাকে, তুমি আমাকে দেখবে।

সমগ্র পৃথিবী যখন তোমার রাগান্বিত মুখোশ দেখে-
তখনও আমি তোমার হাসি দেখি। 
তোমার মধ্যে এক ঐতিহ্যমণ্ডিত সহজলভ্যতা আছে
যা তোমাকে পৃথক করে পৃথিবী থেকে।

আগত শিশুর কান্নায় তুমি হাস্যজ্বল কথা শুনতে পাও।
তোমার চোখের দূরদর্শিতায়
আমাদের সুন্দর পৃথিবী দেখি।

তোমার ঐতিহ্য! তোমার সহজ প্রাণ ভালোবাসাময়,
মুগ্ধ করে আমাকে। 
পৃথিবীর সমস্ত আকর্ষণীয় বস্তুর পাশে তুমি থাকলেও আমি তোমার পানে তাকিয়ে থাকব।

আমার ছোট চোখ দিয়ে তোমার বড় চোখ দেখব,
আর তোমার ছোট চোখ দিয়ে আমার বড় চোখ দেখবে। 
আমাদের কত মিল দু'জনের একটি করে চোখ ছোট।

কত দূরে তুমি এই সমাজে,
তবুও মিলনে আমাদের প্রাণ টানে!

আমার কবিতা তুমি যখন পড়বে-
তখন তুমি আমার কবিতা নয় বরং তোমাকে পড়বে। 
আমার সমস্ত ব্যক্তিত্বের কবিতা তোমাকে নিয়ে।
পৃথিবীর সমস্ত কবিতা গান দিয়েও তোমার মাধুর্য বর্ণনা করা যাবে না।
এও তোমার ঐতিহ্য!

কবিতা: ঐতিহ্য।
লেখক: মুহাম্মদ আল ইমরান।
৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মে ২০২৫ খ্রিষ্টাব্দ।

Comments

    Please login to post comment. Login