ভালবাসার নাকি দিন আছে!
ক্ষণ আছে!
মনকে বুঝালাম অনেক,
হেসে মন বলে আমি তো ক্ষণের হিসেবে চলি না
ঘড়ির কাটায় চলা আমি নয়,
সে চুক্তি, নয়তো যুক্তি।
এই সময় ভালবাসবো, অন্য সময় নয়
সে আমার কাজ নয়,
আমি সকালে বাসবো কি রাতে,
গৌধুলি বেলায় কি প্রভাতে
তা যদি জানতাম, ইস! তবে আমি মন হব কেন?
আমি হতাম চুক্তি,
পেতাম মুক্তি ব্যথার মায়া হতে।
লভ্যাংশ নিয়ে কেটে পড়তাম,
যেতাম চলে ব্যবসার স্বর্গে।
দিন নয় ক্ষন নয়, চুক্তি নয়,
যুক্তি নয়, আমি মন আবেগময়।