Posts

কবিতা

স্রষ্টার খেলা

May 14, 2025

শরীফ এমদাদ হোসেন

79
View

তিরিশ বছর পর এসেছি আবার
যৌবনের রক্তরাগে মুক্তগন্ধা ঝিনুক 
                            হতে তুলে নিতে প্রেম
কল্পনাকে তুচ্ছ করে একদিন, 
                            এখানেই এসেছিলেম

এই সেই পদরেখা পথ মনে পড়া নবীন শপথ
ভাঙনের তীব্রতার পর
                 হু হু করে কেঁদেছিলো স্বপ্নের ঘর 
তবু ভাবনায় অলস দুপুর কাটেনি নিশ্চয়
অকাতরে করে গেছি শ্রম, মেধা আর নিষ্ঠার ক্ষয়

তিরিশ বছর এক জীবনের কম কিছু নয়
কেন যেন মনে হয় এই তো এলাম সামান্য সময়
প্রেমের রঙিন ফুলে বিছায়ে জীবন কূলে
আবার ফিরিতে কেন হয়
অবারিত ভালোবাসা পরাগ 
                           রেনুর মতো ছড়ায় মুগ্ধতায়

যতসব অনুভব বিত্ত আর বৈভব
                           সবকিছু হেলা আর ফেলা
দেখো চেয়ে চারিদিক যতটাই চাকচিক
                               এটা সেই স্রষ্টার খেলা।

Comments

    Please login to post comment. Login