Posts

কবিতা

বসন্ত বন্ধ্যা শহর

May 14, 2025

মোঃ এনামুল হক

73
View

বন্ধ্যা শহর
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে
প্লাস্টিক প্রেম অজৈব মিলনের স্খলন
সেলুলয়েড চোখে চেয়ে খসখসে ধর্ষণ

চলে রাতভর শরীরের বিকিকিনি শ্রম
কিশোরী কারো কারো আসেনি সোম
বক্ষে জাগেনি উর্বরতাও তবু মোক্ষম
সময় এখন চতুর চাকরির প্রলোভন

অর্থের শর্তে চলে নিষ্পেষণ
কার কি এসে যায় অরণ্যে রোদণ
এখানে অলিতে গলিতে মেলে ধান্দার মহর
ঊষর-অনুর্বর এ এক বসন্ত বন্ধ্যা শহর!!

Comments

    Please login to post comment. Login