বন্ধ্যা শহর
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে
প্লাস্টিক প্রেম অজৈব মিলনের স্খলন
সেলুলয়েড চোখে চেয়ে খসখসে ধর্ষণ
চলে রাতভর শরীরের বিকিকিনি শ্রম
কিশোরী কারো কারো আসেনি সোম
বক্ষে জাগেনি উর্বরতাও তবু মোক্ষম
সময় এখন চতুর চাকরির প্রলোভন
অর্থের শর্তে চলে নিষ্পেষণ
কার কি এসে যায় অরণ্যে রোদণ
এখানে অলিতে গলিতে মেলে ধান্দার মহর
ঊষর-অনুর্বর এ এক বসন্ত বন্ধ্যা শহর!!
73
View