খুব সন্তর্পনে সামনে এগোই,
ডানে কি বাঁয়ে
ওঁত পেতে আছে হতাশার ভূত;
আপাদমস্তক ঝাপটে ধরবে
কদম ফেলা মাত্রই।
তবু সামনে এগোই, পথ পেরোবার তাড়া।
আর পেন্ডুলামের মতো ঘুরতে থাকি,
আশা ও হতাশার দোলাচলে।
চলতে চলতে বহুদূর চলে যাই,
পথ শেষ হয়ে আসে
এই তো আর সামান্য বাকি,
তখনই ঝাপটে ধরে হতাশা
কদম ফেলা মাত্রই।
আবারও নূতন করে চলতে শুরু করি
এক সময় পথ শেষ হয়ে আসে
এই তো সামান্য বাকি
তখনই ঝাপটে ধরে হতাশা
কদম ফেলা মাত্রই।
হয়তো এভাবেই চলতে চলতে
খুব ক্লান্ত হয়ে গেলে
বড় অপ্রস্তুত আমাকে
পৃথিবী জানাবে চিরবিদায়!
—(১৪ মে ২০২৫, বুধবার)