প্রিয় কমরেড'স
আপনারা আরও লাল হয়ে ওঠুন
উদীয়মান সূর্যের মতোন। কৃষ্ণচূড়া ফুলের মতোন — লাল কেবল রক্ত নয় লাল আমাদের হৃদপিণ্ড ;
যুগের পর যুগ আমরা রক্ত দিয়েছি
আমাদের রক্তে ভেসেছিল ব্রিটিশ সামরাজ্য
তলিয়ে গেছে পাকিস্তানি দূর্গ।
এবার আমরা এক যোগে লাল হবো
যতটা লাল হলে শাসক ভয় পাবে
তার থেকেও বেশি ঠিক রক্তের মতো
আমাদের পথ মজলুম জনতার আলোকবর্তিকা
যাদের সাথে অন্যায় হয়েছে — নির্যাতিত সেই মানুষদের
আমরাই পথ দেখাব ; প্রাণের উৎস থেকে সুর ছড়িয়ে
মোহবন্ধ করবো — অমানুষ হয়ে বেঁচে থাকা নিপিড়ীত জনতাকে।
প্রিয় কমরেড'স রক্তের ঋণই আমাদের বৈধতা
দাসত্বের শেকল ছিঁড়ে জলন্ত বারুদের মতো
পুড়িয়ে ফেলব অত্যাচারী শাসকের হাত
সভ্যতায় পা রেখে রচিব নতুন ইশ্বর
ঔপনিবেশিক সংঘাতে হারিয়ে যাওয়া
বিপ্লবকে জাগিয়ে তুলব আরেকবার
কেবল ফাঁপা প্রতিশ্রুতি নয়
আমরা এবার এক যোগে লাল হবো
এক যোগে রক্ত দিব — কুহকিনী রক্তের নেশা
উন্মাদ রাজপথে চলমান বিপ্লবের স্বপ্ন দেখে
ঝাঁপিয়ে পড়বো মুহূর্তেই —
সংগ্রাম চলতেই থাকবে কমরেড;
যতক্ষণ না আমরা জিতছি,
জনগণ রক্ত দিবে তুমি দিবে ফুল।
থোকা থোকা। লাল লাল। কৃষ্ণচূড়া ফুল।