মেয়েদেরকে সাধারনত আমি ব্রো ডাকি। অনেক ভাবীকেও। তাদের হৃষ্টপুষ্ট বয়ফ্রেন্ড কিংবা খুবই পাওয়ারফুল জামাইয়ের হাত থেকে বাঁচার হিসাব তো আছেই - অন্য কাহিনীও আছে !
অন্য কাহিনী হল - Aarong এর পাঞ্জাবী। দুনিয়ার সবচেয়ে বাজে পাঞ্জাবী পাওয়া যায় আড়ং এ। কিন্তু লোকে কেন যেন উপহার দিতে গেলে আড়ং এ যায়। আমার ধারনা, তাদের সালোয়ার কামিজের ডিজাইনও দাম অনুযায়ী খুব একটা সুবিধার না।
দেশে ফিরে আমি যখন নানাকাজের ধান্দায় এদিকসেদিক জুতা ক্ষয় করতাম, তখন অনেক পাঞ্জাবী উপহার পেতাম। বেশিরভাগই আড়ং এর পাঞ্জাবী। অনেক সময় দুইজন ভিন্ন মানুষ একই পাঞ্জাবী দিয়ে বসতো। আমার যে সাইজ - একহাতে গিফট নিয়ে আরেক হাতে পগার পাড় করার সুযোগ কই ?
একবার করেছিলাম। সে ভাইকে জিজ্ঞেস করলাম, ' ভাই পাঞ্জাবী গায়ে লাগসে ঠিকঠাক ? '
- গায়ে তো দেই নাই। তয় জানালায় ফাইন হইসে ! এখন আর আলো আসে না !
আরেকবার সারা ফ্লোর ঘুরে পাঞ্জাবী পছন্দ হয় নাই। অন্য জায়গায় গেলেই হবে, কিন্তু আড়ং থেকেই দেয়া লাগবে। এক সাহায্যকারী ভাইকে ডাক দিলাম, সিটি কলেজের ছাত্র মানুষ।
- ভাই আপনাদের পাঞ্জাবীর ডিজাইন অদ্ভুত - কোনটা পাঞ্জাবী, কোনটা কামিজ বুঝি না !
- স্যার, এই সমস্যার কিন্তু খুব চমৎকার একটি সমাধান আছে। আপনি চাইলে আমাদের কাপল ডিজাইনগুলো দেখতে পারেন। একই ডিজাইনের ম্যাচিং ড্রেস এখনকার ট্রেন্ড।
- ভাই আপনার বাড়ি কি নোয়াখালী ?
- ... জি স্যার !
- আপনার কি একই সাথে দুইজনের সাথে রিলেশান ?
- স্যার, আপনি কি আমাকে চেনেন ?
- না ভাই। আমার বাড়িও নোয়াখালী - been there !
আড়ং এর পাঞ্জাবী নিয়ে সবচেয়ে বড় ফ্যাসাদে পড়েছিলাম সুইজারল্যান্ডে। এক বিদেশী বড় কর্তাকে আড়ং এর পাঞ্জাবীর নামে কমলা রঙয়ের প্যাকেট গিফট করেছি - তাকে বলেছি আমার দেশের ট্র্যাডিশনাল ড্রেস উপহার এনেছি তোমার জন্যে। পইড়ো, গরমের মধ্যে আরাম পাবা।
রাতের বেলা দেখি, কর্তার বান্ধবী ছেলেদের সেই পাঞ্জাবী পড়ে খুব আরাম নিচ্ছেন ! আমার সাথে ছিলেন আমার বস রাব্বী ভাই।
- পাঞ্জাবী দিসিলি নাকি কামিজ দিসিলি ?
- বস, আমি তো পাঞ্জাবী দিসি !
- Male section থেকে কিনসিলি ?
- বস এইটা কি কন ? আমার শোধবোধ ভালো !
- তাইলে এইবার চরিত্রটা ভালো কর। ডিজাইন দেখার নাম কইরা বারবার ফোকাস একজায়গায় দিস না। মানুষের সাথে কথা ক'বি আই কন্ট্যাক্টে - বুঝসোস ?
- আমারে অপমান করলেন বস !
- ... যাই কস - বিদেশী মাইয়ার এই এক সুবিধা। একই ড্রেস পিন্ধন যায়। একই অংগে দুটি প্রান - আহা ! লম্বা আছে তো, ফর্সা ফিট বডি - পাঞ্জাবী মানায়ে গেসে ... আইচ্ছা হাতা মিল্লো ক্যামনে রে ? বেডি কি কনভার্টেড নাকি ?
-রাকীবামানিবাস
১৫ই মে,২০২৫
