প্রেম রূপ
এস.এ 💕
গ্রীষ্মের তপ্ত দিনের মাঝে,
ঝুম বৃষ্টিতে,শরৎ এর কাশফুলে,শ্বারদের আগমনে
আমি তোমায় খুঁজে নিয়েছি মানে, অভিমানে।
তুমি আমায় আর খোঁজোনি একটুও ভালোবেসে!
আঁধারে, আলোতে, নিঝুম রাতে একাকি সময়ে,
সকল মানুষের ভিড়ে ।
সকলের মাঝে যখন নিজেকে বড় একা লাগে,
তুমি আর খোঁজোনি হয়তো মোরে!
আমি তোমায় খোঁজে নিয়েছি প্রকৃতিতে।
তবু এই বেলায় না হয় আমারি থাকলে,
কখনো কি রয়ে গেছি ঐ মনের মাঝে?
হাত বাড়িয়ে নয়ণ দৃষ্টি তে,
কই তুমি তো খুঁজে দেখনি ক্ষণে ক্ষণে ,
আমার হয়ে থাকতে চেয়ে,
রয়ে গেলে অন্য মায়া তে।