Posts

পোস্ট

আজকের স্বপ্ন

May 16, 2025

abdullah al noman

96
View

তোমার প্রচন্ড জ্বর 
,মাথা তুলতে পারছনা। তোমার ইচ্ছে হয়েছে কদমফুল হাতে নেবার।  বর্ষাকাল ছিলো বিধায় ফুল পেতে কষ্ট হয়নি।  আমি ফুল নিয়ে তোমাদের অন্ধকার গলিতে তোমার বাসার ঠিকানা খুঁজছি।  প্রচন্ড বৃষ্টি আর মাঝেমধ্যেই ফরকে উঠছিল আকাশ। আমি সেইটুকু আলোতে ঠিকানা খুঁজছিলাম, হঠাৎ দেখি একটা চারতলার বারান্দায় তোমার কালো শাড়ি দুলছে। আমি আলো আধারে তোমাকে দেখছি, তুমি জ্বর নিয়েই ভিজে যাচ্ছ।

Comments

    Please login to post comment. Login