খাবে তুমি খাচ্ছোও তাই
মনে ইচ্ছা জাগছে যাই
করছো না বাচবিচার।
মনের সুখে ঢেকুর তুলছো
বলছো, সবই লীলার ইচ্ছে
দিচ্ছে আমায় দু'হাত ভরে।
লীলাখেলা নয়রে বোকা
মনের ইচ্ছে ই যেটা
অন্ধভাবে করছো তুমি সেটা।
অন্ধকারে মোনাজাতে
রবের কাছে শুকরিয়া করো,
না মেনে তাহার আদেশ নিষেধ।
ভাবছো তুমি শুনছেন তিনি,
হাসছেন তিনি ওরে বোকা।
পরলোকে গমন করে
শেষ বিচারে বিচার পাবে
হন্যহয়ে রক্ষা কবছ খুজছো তুমি
নামাজ রোজা সব হারিয়ে।
হাজী তুমি হজ্ব করেছো
শেষ বিচারে ছায়া হবে
মরুভূমির সাহারা,
ভূলটা তোমার ওখানেই ছিল
হজ্জের টাকায় ভেজাল ছিল
পুড়ছো এখন তাই।
ঈমান তুমি এনেছিলে
বলেছিলে মুখে
অন্তরে তোমার অন্যকিছু
বিশ্বাসটাই ছিল মিথ্যে।