পড়ন্ত বিকেলে তোমার ছায়া
অন্ধকার ঘনিয়ে আসছে শহরের বুকে। ব্যার্থ কবিদের কবিতায়। প্রেমের কথা। নারীর কথা।
এরপরে তুমি রাত্রীর মতো নিরব
জাগ্রত ঘুমে জল মুছে চোখে
জানলা খুলে তাকিয়ে আছো
মুখে স্মিত হাসি - উজানের মেঘে হঠাৎ বৃষ্টি। সম্মোহিত গান বৃষ্টির সুর হয়ে অবিরাম ক্রন্দন। মুমুর্ষ রাজপথ মানুষের ভিড় ঠেলে কতদিন কত রাত। শুধু শুধু লুটপাট।
সবুজ আকাশ ধূসর মেঘ স্বচ্ছ আলো হয়ে
জোনাকি হয়ে কত নারী এলোগেলো - কত গান গেয়ে গেলো - চোখ মেলে দেখিনি কারও মুখ - কান পেতে শুনিনি কোন গান। ফিরিয়ে দিয়েছি তাদের। এরপরে মেঘ বিবর্ণ বাতাস
অসমাপ্ত নদীর বুকে আকাশ থামে চোখে কচুরিপানায় আগুন লাগে — এভাবে আকাশ মেঘের মতো জমে ব্যার্থ অনুভূতি বৃষ্টি হয়ে ঝড়ে।
- রকি মেরাজ || শহুরে জীবনানন্দ -২
১৯ শে ফেব্রুয়ারি ২০২৪