কিছুই সহ্য হয় না আজকাল - আমি যন্ত্রণার মতো ছটফট করি তোমার চারপাশে অমাবস্যা অন্ধকারে - চলে গেছো অন্যের কাছে! বুকের ব্যাথায় ঝড়ে গেছে তৃণ, ক্ষয়ে গেছে পাথর, হারানো সেই প্রেম।
এলোমেলো আকাশ খইয়ের মতো তাঁরা, মাটির বিছানা ঘুম নেই টালবাহানা। মিষ্টি গন্ধ বেলির মতোন। দিকে দিকে ফুটে আকাশের নিচে।
নদীর জলে খেলা করছে চাঁদ - একটু জল একটু ছায়া বুক ভরা তোমার মায়া।
শুদ্ধ ভালবাসা অনাদর অবহেলা জখম হয়েছে দিনের বেলা। এরপরে দিন মিষ্টি কথা - মনে পড়ে মন ভালবাসা।
রকি মেরাজ || শহুরে জীবনানন্দ -০৩