নদীর পাড়ে দাঁড়িয়ে আছি একা - শুনশান নিরবতা- মাছির ভনভনানি - ঘুঘু ডাকে আড়ালে। কে যেন দেখছে আমারে।
মগজ গলে সূর্যালোকে একটু একটু আকাশ- ধবধবে সাদা রোদ। বংশী নদীর তীরে।চেয়ে দেখো নির্বাক ঘাসফুল ফুটে আছে।
মুখে প্রশ্ন নেই - নিজের সাথে যুদ্ধ নেই
ঘুম নেই ক্ষিদে নেই — নেই ক্লান্তির প্রেম।
তবুও এই চোখ স্বপ্নের ভেতর
কিছু আশায় বেঁচে আছে।
এঁকেবেকে নদী জীবনের মতো
হাহাকার ঠেলে মানুষের কাছে। প্রবাহিত স্রোতে ঘুমের ভেতর ভাসে। এরচেয়ে মাছ পাখির লম্বা ঠোঁট ঠিক যেন যমদূত। মৃত্যুর আগে মাছরাঙার ঘরে ; আর অনেক বছর পরে আঁষটে গন্ধ গায়ে খুঁজিয়া নিও এই আমারে।
রকি মেরাজ || শহুরে জীবনানন্দ -০৪