আমারে খুঁজিবে তুমিও একদিন - আমার মতো কেউ নেই - আমার প্রেম ছিল উর্বর ফসলের ভূমি।
পিপাসা মিটিতো আক্ষেপ ঘুচিতো।
ওগো নতুন ধানের মাঞ্জুরী — প্রেমের মাঠে কৃষক আমি। প্রেম করেছি আবাদ। ফসল কাঁদে এমন দিনে হারাইয়া গেলে; নিখোঁজ হইলে : খুঁজিয়া লইয়ো তুমি।
এই মাঠে অনেক সময়। অনেক ফসল কাঁদে — আকাশ গলা রোদে পুড়ে পুড়ে। ছাই হয়েছি নারী। এরপরেও আমি সোনালী দুঃখ জটিল প্রেম। নির্বোধ মানুষ আঘাতপ্রাপ্ত হৃদয়। টিপটিপ বৃষ্টি। ঝড়ো হাওয়া। তীব্র তেজ শুকানো পাতা
আকাশে বাতাসে ছড়িয়ে কিছু সুখের মতো -
তারপরে কি ?
তোমাকে হারিয়ে ফেলি অনাদরে অবহেলায়।
কেটে গেলো বছর পাঁচেক - পৃথিবীর পথে দূরে দেশে দেশে দূর দ্বীপে। আঁধারি আলো ছুঁয়ে ছুঁয়ে বৃদ্ধ মানুষের অন্ধ চোখে ; খুঁজিবে খুঁজিবে তুমিও একদিন।
- রকি মেরাজ || শহুরে জীবনানন্দ -০৫