Posts

কবিতা

বড্ড কষ্টে আছি

May 17, 2025

শরীফ এমদাদ হোসেন

65
View


হে জন্মভূমি!
তোমাকে স্বৈরিণী বলেছি বলে রাগ কোরো না
মায়াবিনী বললেও রাগ করো না
তোমার উদরে বেড়ে ওঠা মানুষগুলোর
এখন আর মনুষ্যত্ব নাই
ওরা এখন নষ্ট আর ক্ষতিকর প্রজাপতি বিশেষ
ওরা নাম লিখিয়েছে হায়েনার দলে

বলো তুমি,
কার জন্যে মুখ দেখি ভোরের আরশিতে?
কার জন্যে বেঁধে রাখি আশাবাদী ফুলমালা?
কার ললাটে আঁকতে আগ্রহী পূর্ব পুরষের ইতিবৃত্ত?
সে তো তুমি
অথচ তোমার ললাটে লেপ্টে দিচ্ছে প্রতিরোজ
কলঙ্ক তিলক
ঢাকছে রক্তের দেয়াল, বিভৎস চিৎকার

হে জন্মভূমি!
একবার বলো তুমি
কে নিষিদ্ধ করে গেলো কোকিলের গান
নদীর স্নান
কেমন করে নষ্ট হয়ে গেলো তোমার উর্বরা ভূমি?
কেন তুমি বারবার ধর্ষিত হও, নাম লেখো স্বৈরিণী?
বলো তুমি, কীসের জন্যে পাখির গান, নদীর স্রোত
উপেক্ষা করে নেমেছিলো লোক
অজস্র আত্মাহুতি আর মায়ের ইজ্জতে কিনে এনেছিলো স্বাধীনতা ?

আজ জাতির কপালে বর্বরতার চিহ্ন আঁকা
রাজপথ, দপ্তর, শিক্ষালয়ে অশান্তির হাতকড়া
কে আছে নিরাপদ, কে আছে?
কে আছে একটু হাসিতে, বলতে পারো হে জন্মভূমি?
আমি আর আমরা তো বড্ড কষ্টে আছি।

Comments

    Please login to post comment. Login